AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্তানের নাম ‘কারফিউ’


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৩:৫৬ পিএম, ২৮ জুলাই, ২০২৪
সন্তানের নাম  ‘কারফিউ’

রোববার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন শিশুর পরিবার। এর আগে ২২ জুলাই সন্ধ্যা ৬টার সময় জন্ম নেয় ফুটফুটে শিশু  ‘কারফিউ’।

শিশুর বাবা রহিম শুভ বলেন, ‘গত ২২ জুলাই আমার পুত্র সন্তানের জন্ম হয়। সেদিন ঠাকুরগাঁওয়ে ছিলো কঠোর কারফিউ। জরুরী প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেই তখন রাস্তায় ৫ বার সেনা সদস্যরা আমাদেরকে থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করে। সবশেষে আমাদেরকে ক্লিনিকে যাবার সুযোগ দেওয়া হয়। তবে আমার বাসার অন্যান্য সদস্যরা আত্মীয় স্বজন এমনকি আমার মা আমার সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পায়নি। এতে করে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়। সর্বোপরি আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম। তাই আমি সময়ের সাথে তালমিলিয়ে আমার পুত্র সন্তানের নাম  ‘কারফিউ’ রেখেছি।

শিশুর মা ইফতি আক্তার বলেন, আমার এটা প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই। তাই সন্তানের বাবা যে নামটি রেখেছে সেটাতে আমার সম্মতি আছে।

ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার লাবনী বসাক বলেন, পরিস্থিতি যেমন হোক আমরা একজন সেবাগ্রহিতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিলো। তবে আমরা স্বাস্থ্যসেবার সাথে জড়িত ছিলাম। সেদিন শিশুটি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। মা ও শিশু সুস্থ ছিলো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!