AB Bank
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সরাইল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন

সভাপতি শরীফ, সম্পাদক আলমগীর


সভাপতি শরীফ, সম্পাদক আলমগীর

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ। 

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক অগ্রসর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়জুল কবির ও যুগ্ম-সম্পাদক পদে দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী নির্বাচিত হন।

এদিকে  অর্থ সম্পাদক দৈনিক কালের ছবি স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি আল মামুন খান, দফতর ও প্রচার সম্পাদক দৈনিক দেশের কন্ঠ উপজেলা প্রতিনিধি শরীফ বক্স, কার্যকরী সদস্য ১ দৈনিক যায়যায় কাল উপজেলা প্রতিনিধি পারভেজ আমল ও কার্যকরী সদস্য ২ দৈনিক বাংলাদেশ বুলেটিন  উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ১৭ ভোটারের মধ্যে ১৭টি ভোট কাস্ট হয়। এতে সভাপতি পদে শরীফ উদ্দিন ৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান পান ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আলমগীর মিয়া ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের এ উৎসবমুখর নির্বাচন পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংবাদিক আব্দুল আওয়াল খান, সাংবাদিক আব্দুল মমিন, ঠিকাদার সেলুসহ আরো অনেকই।

 

একুশে সংবাদ/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!