কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে বনজ ও ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারেও ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভিডিপি দলনেতা, দলনেত্রী ও আনসার& ভিডিপি সদস্যদের মাঝে চারা বিতরণ করেন এবং অফিস চত্বরে বৃক্ষরোপন করেন ।
এসময় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান আনিছ, উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, উপজেলা প্রশিক্ষিকা , ইউনিয়ন ভিডিপি দলনেতা / দলনেত্রী ওয়ার্ড দলনেতা দলনেত্রীসহ অনন্যরা।
ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান আনিছ বলেন দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা দেশের সকল নাগরিকের দায়িত্ব তারই ধারাবাহিকতা বজায় রাখতে আমি সহ আমার সকল সদস্যদের পরিবেশ রক্ষার লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপনের সুপরামর্শ প্রদান ও তাদের হাতে গাছের চারা তুলে দিয়েছি এবং আমাদের অফিসের সামনেও আমরা গাছের চারা রোপন করেছি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :