রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃত মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, রংপুর মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী সরকার ওরফে মোবার আলী`র ছেলে মজনু সরকার (৪৫)।
বুধবার (৩১ জুলাই) বিকেলে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাব-১২ এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলাধীন ভুঁইয়াগাতি জোড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ-১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১), টেবিল ৩ (খ); মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামি মজনু সরকার`কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন। এবং মামলা দায়ের পর আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে জানান সে। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুরের মিঠাপুকুর থানায় আরও ২ টি মামলা রয়েছে বলে জানাযায়।
তিনি আরও জানান গ্রেপ্তারকৃত পলাতক আসামিকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :