কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ২ (মিরপুর- ভেড়ামারা) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন।
এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম,ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম। উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম`র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সভায় অনান্য অতিথিদের মধ্যে, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় আব্দুল হালিম, এইচ এম সেলিম, ও আব্দুল কুদ্দুসকে পুরুষ্কৃত করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :