পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচির উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার ওমর ফারুক, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সামিউল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ভাঙ্গুড়া উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ ৭৫টি গাছ রোপণের জন্য বিতরণ করা হয়। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :