ময়মনসিংহ জেলার নান্দাইলে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ঠ)সকাল ১১ টায় নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নান্দাইল ইউনিয়নের সাভার ব্লকে এই সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপপরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ।
অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহম্মেদ তারিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, মাহমুদুল হাসান সুমন প্রমুখ।
মতবিনিময় সভায় ১৫০ জন কৃষক- কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি আবু মো. এনায়েত উল্লাহ বলেন, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইতিমেধ্যে পুষ্টি সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল কয়েকটি ধানের জাত উদ্ভাবন করেছেন। এরমধ্যে বঙ্গবন্ধু ধান ১০০ উল্লেখযোগ্য। তিনি বলেন, ব্রি উদ্ভাবিত সব মৌসুমের জন্যই অধিক ফলনশীল ধানের জাত রয়েছে। শুধু আধুনিক প্রযুক্তি গ্রহন করে চাষ করলেই আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :