রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ১৭ কেজি ৭শ গ্রাম ওজনের দু`টি পাঙাশ মাছ ও ৪ কেজি ৬শ গ্রাম ওজনের ৪টি ইলিশ বিক্রি হয়েছে ৩২ হাজার ৫৪৫ টাকায়।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী পাঙাশ মাছ দুটি ১ হাজার ১শ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৪৭০ টাকায় ও ইলিশ ৪ টি ২হাজার ৬শ টাকা কেজি দরে ১১হাজার ৯৬০ টাকায় মোট ৩১ হাজার ৪৩০ টাকায় কিনে নেন।
সিরাজগঞ্জের জেলে শরিফ হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বড় আকারের দু`টি পাঙাশ মাছ ৪টি ইলিশ।
মাছ গুলো তাৎক্ষনিকভাবে বিক্রি করতে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে নিয়ে আসলে এ সময় দরদাম করে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মাছ গুলো কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্বাধিকারী সম্রাট শাহজাহান জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাছ গুলো জেলে শরিফ হালদার বিক্রির জন্য আনলে আমি দরদাম করে কিনে নেই। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকা মিরপুর ৬ নম্বর এলাকার এক পূর্ব পরিচিত ব্যবসায়ীর নিকট ৫০ টাকা কেজি ব্যবসায় মাছ গুলো ৩২ হাজার ৫৪৫ টাকায় বিক্রি করে দিয়েছি। মাছ গুলো বিক্রি করে আমার ১হাজার ১১৫ টাকা লাভ হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :