AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যুর অভিযোগ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১০:১৭ পিএম, ১ আগস্ট, ২০২৪
সাভারে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যুর অভিযোগ

ঢাকার সাভারে অতিরিক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মৃতরা হলেন- সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চা দোকানি বাবু (৩৪) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মহনপুর গ্রামের বাসিন্দা হাসেম আলী (৫৫)।

এরমধ্যে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বাবু সাভারে নিজের বাড়িতে ও হাসেম সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, বুধবার (৩১ জুলাই) রাতে জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকায় গিয়ে তারা মদপান করেন বলে জানা যায়।

নিহতদের পরিবার সুত্রে জানা যায়, বুধবার রাতে বাবু ও হাসেম মিয়াসহ মেহেদী নামে আরও একজন মিলে বরদাইল এলাকায় গিয়ে মদপান করে। এরমধ্যে বাবু ও হাসেম সাভারে ফিরে অসুস্থ হয়ে পড়ে। সকালে তাদের হাসপাতালে নেওয়ার পথে বাবুর মৃত্যু হয়। আর হাসেম মিয়াকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, সকালে হাসেম মিয়া নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার পরিবারের সদস্যরা তিনি অতিরিক্ত মদ্যপান করেছেন বলে আমাদের জানান। তবে মদ্যপানের কোন নমুনা দেখা যায়নি। তিনি বমি ও পাতলা পায়খানা নিয়ে এসেছিলেন। জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু বলেন, দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি তারা গতরাতে মদ্যপান করেছিল। তবে তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!