AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীর পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল বরখাস্ত


গোদাগাড়ীর পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল বরখাস্ত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন বরখাস্ত  হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপি-১ শাখা বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব গত ২৪ জুলাই পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।


বরখাস্ত আদেশের কপি পাওয়ার কথা গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত নিশ্চিত করেছেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন ৩ নং পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত জি.আর মামলানং ৯৩/২২ (গোদাগাড়ী) এর অভিযোগপত্র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী কর্তৃক অভিযোগ গঠন করায় রাজশাহী জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন।যেহেতু, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক উল্লিখিত অভিযোগ গঠন করায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।


পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অণুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।


গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাকড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীনের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!