খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় টানা দুদিনের ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুরের দিকে খাগড়াছড়ি -চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর পাহাড় ধসে সাময়িক যানচলাচল বন্ধ হয়ে যায়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত জীবক কান্তি বড়ুয়া জানান, খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। একঘন্টা যাবৎ দুপাশের মাটি সড়িয়ে যানচলাচলের ব্যবস্হা করেন। বৃষ্টির কারনে এখনো পূরোপূরি মাটি সড়ানো সম্ভব হয়নি। তবে বর্তমানে যান চলাচল স্বভাবিক রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :