গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে রাত ভর জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার বিভিন্ন বাজারসহ ধর্মীয় উপাসনালয় ও বাড়ীঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, ডাকাতি ও লুটপাটের হাত থেকে রক্ষা পেতে গত মঙ্গলবার রাত থেকে লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে বিভিন্ন বাজার ও ধর্মীয় উপাসনালয়ে রাতভর পাহারা দিচ্ছেন।
শেখ হাসিনা পদত্যাগের খবরে গত সোমবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বাড়ীঘর, মন্দিরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ , ডাকাতি ও লুটপাট করে এসব ঘটনায় হিন্দুদের মধ্যে ভয়আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতংকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলোতে রাত ভর পাহারা দেয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা,জনপ্রতিনিধি ও বাজারের ব্যবসায়ী গন।
এসময় দুষ্কৃতীদের হামলা প্রতিহত করতে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রাম সহ বাজার গুলোতে দেয়া হয় পাহারা।
প্রত্যক্ষদর্শী, বাড়ির মালিকগণ ও বণিক সমিতির লোকজন বলেন, দেশের বিভিন্ন স্থানে বাড়ীঘর, মন্দিরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ, ডাকাতি ও লুটপাটের ভয়ে এখানকার যুবক সহ সব শ্রেণীর মানুষ তাদের নিজস্ব জানমাল সহ ধর্মীয় উপাসনালয় গুলো পাহারা দিয়ে যাচ্ছেন। এই সুন্দর উদ্যোগটা নেয়ার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :