দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন আনসার ভিডিপি`র সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল থেকে আনসার ও ভিডিপি`র সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। উপজেলা আনসার ও ভিডিপি`র উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম একুশে সংবাদ. কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব বলেন, আনসার ভিডিপি`র সদস্যরা মন্দিরগুলোর নিরাপত্তার জন্য যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল একুশে সংবাদ. কমকে বলেন, উপজেলার মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি`র সদস্যরা প্রস্তুত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :