বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পাবনার ভাঙ্গুড়ায় মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় ভাঙ্গুড়া উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের সারা জীবন মনে রাখব আমরা।
তারা আরও বলেন, এ সময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সকল অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :