গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাঠেরহাট ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি দোকান পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (টিপু)।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে তিনি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তাদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য গত বুধবার দুপুরে উপজেলায় ছাপড়হাটী ইউনিয়নের মাঠেরহাট বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে অগ্নিকান্ডে আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে পেয়ে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গত বুধবার দুপুর ২ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সৃষ্টি হয়ে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌছে অন্যান্য দোকান আগুন নিয়ন্ত্রণ এনে অবশিষ্ট দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা করেন। পুড়ে যাওয়া দোকানের মধ্যে আবুল কালাম আজাদ (কাপড়ের দোকান), মাহমুদ ষ্টোর (মুদি দোকান), মিন্টু (কাপড়ের দোকান), স্টুডিও, ইলেকট্রনিক দোকান, আরিফ ষ্টোর (মুদি দোকান) ও আলমগীর টেলিকম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (টিপু) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করে কথা বলেন ও দোকান মালিকগণের সান্ত্বনা দিয়ে ধৈর্য ধরতে অনুরোধ জানান
এবং সকল প্রকার সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :