AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা


নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ময়মনসিংহের নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগষ্ঠ) সকালে উপজেলা হলরুমে  উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নিবার্হী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সহকারী ভূমি কমিশনার (ভূমি)ফয়জুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী নান্দাইল,ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের দায়িত্ব প্রাপ্ত অফিসার মেজর নাঈম হাসান। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ, ইত্তেফাকুল ওলামা নান্দাইল উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ ওয়ালীউল্লাহ, ইমাম প্রতিনিধি হাফেজ এমদাদুল হক,নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মাওঃ শামছুদ্দিন, নান্দাইল উপজেলা বিএনপি‍‍`র নেতা আনোয়ার হোসেন মাস্টার, মোঃ এনামুল কাদির, কাউন্সিলর মনির হোসেন, শরীফুজ্জামান লিটন,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, যুবদল নেতা বাবু পল্লব রায়, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ নুসরাত জাহান নাফি,মোঃ মোখলেছুর রহমান,মোঃ শাহারাব হোসেন সূর্য, আনোয়ারুল ইসলাম কাউছার, কাউছার আহমেদ,সুফী আব্দুল্লাহ, উম্মে কুলসুম,শওকত হোসেন প্রমুখ। 

বক্তারা নান্দাইল উপজেলার বিভিন্ন সমস্যার কথা তাদের বক্তব্যের মাধ্যমে উধ্বর্তন কর্মকর্তাদের নিকট উপস্থাপন করেন এবং উধ্বর্তন কর্মকর্তাগণ সকল সমস্যার সমাধান করে নান্দাইল উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান ও সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার সাধারণ ছাত্র ছাত্রী ও সুশীল নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!