AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়কে শৃঙ্খলা ফেরাতে  ট্রাফিকের দায়িত্বে  শিক্ষার্থীরা


সড়কে শৃঙ্খলা ফেরাতে  ট্রাফিকের দায়িত্বে  শিক্ষার্থীরা

মানিকগঞ্জের হরিরামপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে  শিক্ষার্থীরা। তাদের এই কার্যক্রমে প্রশংসা করছেন স্থানীয়রা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ব্যস্ততম ঝিটকা বাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করছে কয়েকজন শিক্ষার্থী। বাজারের প্রধান সড়কে যানজট নিরসনে কাজ করছে তারা।

এসময় ট্রাফিকের দায়িত্বথাকা শিক্ষার্থীরা বলেন, প্রতিদিনের মতো আজকেও সড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। সড়কে চলাচলকারী অনেকে আমাদের সহযোগিতাও করছেন।

শামসুল মোল্লা নামের এক পথচারি বলেন, শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে এই গরমের মধ্যেও যানজট নিরসনে কাজ করছে। এটি সত্যিই প্রশংসনীয়।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মো. রবিউল বিশ্বাস বলেন, সরকারি অফিস, ব্যাংক, বীমাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান খুলেছে। যেকারণে সড়কে মানুষের চলাচল বেড়েছে। উপজেলার সবচেয়ে বড় বাজার ঝিটকা সবসময়ই কম বেশি যানযট থাকে তাই আমরা চেষ্টা করেছি সড়কে শৃঙ্খলা ফেরাতে।

এছাড়াও মোটরসাইকেল চালক যারা হেলমেট ছাড়া আসছে তাদের ৫ মিনিট করে দাড়িয়ে থাকতে হচ্ছে। মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করছি। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হরিরামপুরের সবাই এ কাজের পাশে ছিলো এবং আগামীতেও থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!