বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে ধর্মঘট করছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।
সোমবার (১২ আগষ্ট) সকাল ৯ টায় বান্দরবানের মেঘলাস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশ পথে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়। এসময় তারা জেলা পরিষদের প্রবেশ ফটকে তালা লাগিয়ে দেয়।
ধর্মঘট পালনকারীরা বলেন, দীর্ঘ সময় ধরে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা ও সদস্যরা অনিময় ও বৈষম্য মূলক নিয়োগ, অস্তিত্ব বিহীন নামে বেনামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আর্তসাৎসহ বিভিন্ন দূর্নীতিতে লিপ্ত ছিলেন।যার ফলে বর্তমান পরিস্থিতিতে চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন।
এছাড়াও দীর্ঘদিনের অপকর্ম ও দূর্নীতি ঢাকলে গত তিন দিন ধরে জেলা পরিষদের চেয়ারম্যান অফিসে না এসেও আত্মগোপনে থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন বলে দাবী ধর্মঘট পালনকারীদের। আত্মগোপনে থেকে ফাইলে স্বাক্ষর করা বন্ধ করে অতিদ্রুত অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নতুন চেয়ারম্যান -সদস্য নিয়োগের দাবি জানান ধর্মঘট পালনকারীরা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, নিত্যদিনের মত আজ সকালে অফিস করতে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারনে অফিস করতে পারেননি তিনিসহ সকল জেলা পরিষদের কর্মচারিরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :