মানিকগঞ্জের হরিরামপুরে ডাকাত আতঙ্কে ও নিজেদের জানমালের নিরাপত্তার জন্য পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণির পেশাজীবীর মানুষ হাতে লাঠি টর্চলাইট ও বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে।
জানা যায়, শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে মানিকগঞ্জে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ছাত্র-জনতা ও এলাকাবাসী মিলে এ ধরণের পাহারার ব্যবস্থা করছেন। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর লুটপাটের আশঙ্কায় সাধারণ মানুষ শিক্ষার্থী ও সংখ্যালঘু পরিবারের সদস্যরা পাহারা দিচ্ছে। তারা রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেগে থাকছেন।
গত রাতে পাহারায় থাকা উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মো. রবিউল বিশ্বাস জানান, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর একটি মহল ডাকাত আতঙ্কের ঘটনা ছড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয়-ভীতি সৃষ্টি হয়। এরপর থেকে ১০-১৫ জনের গ্রুপ করে আমরা এলাকায় পাহারা বসিয়েছি। যাতে করে স্বার্থন্বেষী মহল কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
এ সম্পর্কে একই এলাকার সাব্বির হোসেন বলেন, নিজেদের জানমাল রক্ষায় আমারা পাহারা দিচ্ছি। দেশের বিভিন্ন যায়গায় ডাকাতির ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুনেছি আমাদের জেলার অনেক যায়গা থেকেই ডাকাত ধরা পরেছে তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি শাহ নূর এ আলম বলেন, আজকে রাত থেকে আমার টিম নিয়ে আমি বের হবো। সবসময়ই পুলিশকে জনগণ সহায়তা করে। যখনই আমাদের আইনশৃঙ্খলা অবস্থা অবনতি হয় তখন পুলিশ এবং জনতা একসাথে পাহরা দেয়। এটা নতুন কোন বিষয় নয় এর আগেও এরকম হয়েছে। দেশের প্রেক্ষাপটে পুলিশ যখন কর্মবিরতি নিয়েছিলো তখন জনগণ নিজেরাই নিজেদের জানমাল রক্ষায় পাহারা দিয়েছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুলিশ এক্টিভ হয়েছে পুলিশ জনতা মিলেই অপরাধীদের প্রতিরোধ করবো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :