বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা ও নৈরাজ্য প্রতিরোধে বান্দরবানের আলীকদম উপজেলায় গণমিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত করেছে উপজেলা বিএনপি ।
মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে ওয়ার্ড,ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ছোট ছোট মিছিলে চৌমুহনী জমায়েত হয়।পরে হাজারো নেতাকর্মীকে সাথে নিয়ে চৌমুহনী এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে বাজারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মাশুক আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা । এ সময় জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহসভাপতি লিটন বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মারুফ উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নুরুচ্ছাফা ভূঁয়াইয়াসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৫ বছর পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে স্লোগানে মুখরিত।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোনো নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বান্দরবানের উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, এলজিইডি, জনস্বাস্থ্য থেকে আওয়ামীলীগের নেতারা লুটপাট করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তাদের বিচার এই বাংলার মাটি হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :