বরিশাল জেলার উজিরপুর উপজেলা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অধীনে ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে অনুমোদনকৃত বৈদ্যুতিক সংযোগ গত এপ্রিল মাস থেকে শুধুমাত্র সার্ভিস ড্রপ (সংযোগ তারের জন্য) গ্রাহকদেরকে মিটার সংযোগ দিতে পারছে না প্রতিষ্ঠানটি।
এতে হাজার হাজার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক চরম ভোগান্তিতে রয়েছে।
এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল হক জানান, গত এপ্রিল মাস থেকে সার্ভিস ড্রপ অথবা সংযোগের জন্য তারের সংকটের কারণে নতুন গ্রাহকদেরকে সংযোগ দেওয়া যাচ্ছে না।
সার্ভিস ড্রপ অথবা তারের সংকট কবে সমাধান হবে তা সুনিরিষ্ঠ করে বলা যাচ্ছে না। তবে গ্রাহক যদি নিজ অর্থে লাইনে তার কিনে দেয় তাহলে পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ দিবে তাতে কোন সমস্যা নাই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :