ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসচি পালন করেছে জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এরপরে দুপুর ১২ টায় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে। শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি`র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকান্ড চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :