AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৯:৫৩ পিএম, ১৪ আগস্ট, ২০২৪
কাউখালীতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

পিরোজপুরের কাউখালীতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। কাউখালী উপজেলা প্রশাসনের  আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বুধবার বিকেলে (১৪ আগস্ট) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মোঃ জাহিদুল ইসলাম, কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ সাদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাউখালী উপজেলা বিএনপি‍‍`র আহ্বায়ক এস, এম আহসান কবির, সদস্য সচিব এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়েত আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন কাউখালী শাখার সভাপতি মোহাম্মদ আলী হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কর্মকার।

এ সময় মেজর জাহিদ বলেন, আগামীর বাংলাদেশ পূর্ণনির্মাণে সকল ভেদাভেদ ভুলে প্রশাসন, পুলিশ, ছাত্র-জনতা সকলে একত্রে কাজ করতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে ভুল থেকে শিক্ষা নিতে হবে। কোন গুজবে কান দেওয়া যাবে না। দেশকে নতুন করে গড়তে হবে।

এ সময় কাউখালী উপজেলা বিএনপি‍‍`র আহ্বায়ক এস,এম আহসান কবির বলেন, একটি কুচক্রী মহল এখনো দেশকে অস্বস্তিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে, এ কারণে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় বিএনপি‍‍`র সদস্য সচিব এইচ, এম দ্বীন মোহাম্মদ বলেন, কাউখালী একটি সাম্প্রদায়িক সম্প্রীতি উপজেলা এখানে আমরা ৫ তারিখের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি। একটি কুচক্রী মহল বিভিন্নভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করছে আমরা তা করতে দেব না।

কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, কাউখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই উপজেলায় এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। এ উপজেলার সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা বিশেষ সভা করে যাচ্ছি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!