"আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না - খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই " স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে কেন্দ্র ঘোষিত চার দফা দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ামতপুর শাখার ব্যানারে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুয়েট শিক্ষার্থী বাকী বিল্লাহ রিপন ও বশেমুরবিপ্রবি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বির নেতৃত্বে তাহমিদ অমিত, আসাদুজ্জামান আশা, শমিত প্রামাণিক, রায়হান কবির, তুষার শামস, মোরশেদুল ইসলাম, সানজিদ, মিফতাহুন জান্নাত, সাগর শীল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী বাকী বিল্লাহ রিপন ও ফজলে রাব্বি বলেন, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে তাদের দ্রুতম সময়ে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য দ্রুততম সময়ে চাকরির সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :