ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ সভাপতি সাবেক ভিপি প্রভাষক আসাদুজ্জামান চৌধুরী মানু, ভোমরাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেহাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, শ্রমিক দলের নেতা সামাউল হক সামু, মুরাদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিয়তন নবী সাগর, সদস্য সচিব জীবন হামিদ সহ দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :