AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে পল্লী বিদ্যুৎ লোডশেডিং জনজীবন বিপর্যয়ে


মধ্যনগরে পল্লী বিদ্যুৎ লোডশেডিং জনজীবন বিপর্যয়ে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পল্লী বিদুৎ এর ঘন ঘন লোডশেডিং জনজীবন বিপর্যয়ে, গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট, চরম ভোগান্তির শিকার ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ বদ্যুতিক মিল কারখানা। ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস থাকার কারনে জনজীবন রয়েছে বিপর্যয়ে, দেখার কেউ নেই বিদ্যুৎ সংকট সমাধানের।  কতৃপক্ষের অবহেলার কারণে ব্যাপক নুর্নীতির কবলে এলাকাবাসী।

এমতাবস্থায়  ভোগান্তি পোহাচ্ছেন এলাকার জনগণ, শরৎকালের ভ্যাপসা গরম ও ভাদ্র মাসের কড়া রোদের অতিরিক্ত তাপমাত্রায় চরম অশান্তিতে ভোগছে এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে।  রাত্রি যাপন করছেন ঘুমকে হারাম করে, এ অবস্থায় পল্লী বিদ্যুৎ ব্যাবহার কারী জনগন অনেকের প্রশ্ন? আমাদের এলাকার গ্রাহকরা বিদ্যুৎ এর বিল পরিশোধ করতে কোনো গাফিলতি নাই, অথচ পল্লী বিদ্যুৎ নিয়মিত সেবা দিতে অপারগ হচ্ছে , তবে এই ভোগান্তি শেষ কোথায় জানতে চায় এলাকাবাসী।

এছাড়াও মধ্যনগর উপজেলার পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা জানান, প্রচন্ড গরমে অত্যান্ত কষ্টে আছি পরিবারের সদস্যগনকে নিয়ে। পল্লী বিদ্যুৎ এর উর্ধ্বতন কতৃপক্ষের অবহেলার কারণে ঘন ঘন লোডশেডিং এর মাত্রা বেড়েই চলেছে। আমরা এই ভোগান্তির দ্রুত সমাধান চাই, পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের এক সূত্রে জানা যায়,নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক থেকে লোডশেডিং নিয়ন্ত্রণ করা হয়।

এই বিষয়ে তথ্য জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক,অতঃপর বিদ্যুৎ সমস্যার কারণ তুলে ধরে বলেন, বিদ্যুৎ সংকটের সমস্যা সমাধানের লক্ষ্যে গত ৪/৯/২১ সালে নেত্রকোনার ১০টি উপজেলা ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর,ধর্মপাশা ২টি উপজেলার পক্ষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন। আরও জানা যায়, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিসিজিবি) হতে নেত্রকোনা গ্রিড থেকে সরবরাহ পেয়ে থাকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি।

ময়মনসিংহ যোনে বিদ্যুৎ উৎপাদন ব্যাপক হ্রাস পাওয়ায় লো ভোল্টেজ জনিত কারনে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তবে মানুষ আগ্রহের সাথে অপেক্ষায় ছিল, খুব শিগ্রই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের এখন পর্যন্ত এর কোনো সুরাহা মিলছে না। বছরের পর বছর, মাসের পর মাস যাবৎ চরম গরমে বিদ্যুৎ আসা যাওয়ায় সীমাহীন ভোগান্তির অবসান হবে কবে, জানতে চায় এলাকার মানুষ।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!