বরিশালের উজিরপুরে সুমন হালদার (৩৫) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। চুরি করার সময় হাতেনাতে তাকে ও তার সহযোগী ভক্ত বাড়ৈকে ধরে পিটিয়ে জখম করে। ঘটনাস্থলে সুমন হালদার মারা যান। শনিবার সকালে নিহত ব্যক্তির মরদেহটি উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিহত সুমন হালদার পার্শ্ববর্তী কারফা গ্রামের নগেন হালদারের ছেলে।
বাহেরঘাট গ্রামর সুলতান বেপারী গেড়েজে ভ্যান গাড়ি চালক স্বপন বাড়ৈ জানান, তিনি পেশায় একজন ভ্যান চালক। শুক্রবার দিনব্যাপী ভ্যান চালানোর পর সুলতান বেপারীর গেরেজে ভ্যান চার্জ দিয়ে বাড়ি চলে যায়। রাত ২ টার দিকে ভ্যান রাখার গেরেজে থেকে স্থানীয় লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীদের নিয়ে সেখান যান। স্থানীয়রা গিয়ে দেখেন সুমন হালদার ও ভক্ত বাড়ৈ গাড়ির চার্জিং বৈদ্যুতিক তারে আটকে আছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মারপিট করেন। ঘটনা স্থলে সুমন হালদার মারা যান। ভক্ত বাড়ৈ পুলিশ নিয়ে যায়। নিহত সুমন হালদারের কাছ থেকে চুরি করতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয় উজিরপুর মডেল থানার ওসি মো.জাফর আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। ইজিবাইক চুরি করতে গিয়ে উত্তেজিত জনগণের মারপিটে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :