সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়তে দেখা যাচ্ছে। আর এতেই নতুনভাবে মোরেলগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন স্হানে দেয়ালে গ্রাফিতিতে রং বদলে গেছে ।
রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পরিষদের দেয়াল, কলেজ রোড, শিক্ষা প্রতিস্টানের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি, প্রতিকি, বানী, কবিতা, স্লোগান আঁকতে বা লিখতে দেখা যায়। ছাত্রদের নিজস্ব অর্থায়নে দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন মোরেলগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বিভিন্ন সেচ্ছাসেবী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে মোরেলগঞ্জের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা । এতে বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।
কার্যক্রম পরিচালনায় প্রতিনিধিত্ব করছেন, মুসাদ্দিক বিল্লাহ তামিম, মাশরাফি মজিদ আকিব, হাসিবুল ইসলাম সিফাত, সানি রহমান প্রমুখ ।
এ সময় মোরেলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুসাদ্দিক বিল্লাহ তামিম বলেন, সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেয়াল আমরা সংস্কারের কাজ করছি এবং পুরো দেয়াল জুড়ে আমাদের গৌরবের বিভিন্ন বিষয় নিয়ে দেয়াল চিত্র আঁকছি। আমরা চাচ্ছি এই লিখনের মাধ্যমে সচ্ছ,জবাবদিহি মুলক সমাজ গড়তে। আর এই কাজেও অংশ নিচ্ছেন মোরেলগঞ্জের অসংখ্য শিক্ষার্থী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :