AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
১১:২৫ এএম, ১৯ আগস্ট, ২০২৪
কুমিল্লায় সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুপিয়ে ও গুলি চালিয়ে মাছুম মিয়া (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় জেলার সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। নিহত মাছুম মিয়া স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় কুমিল্লা জেলায় এটাই প্রথম মামলা, যেখানে প্রথম একজন সাবেক এমপি, সিটি মেয়রসহ বেশ কয়েকজন সিটি কাউন্সিলর ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিক্ষোভ মিছিলে গুলি ও কুপিয়ে মাছুম নামে এক যুবককে হত্যা করা হয়। নিহত মাছুম মিয়া একই উপজেলার উত্তর রামপুর এলাকার শাহীন মিয়ার ছেলে। ওসি আরও জানান, মামলায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে হামলার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে।

এদিকে মামলার এজাহারে থাকা অপর ৬০ আসামি হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদ নিয়াজ পাভেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সাইফুল আলম রনি ওরফে জামাই রনি, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, নগরীর বাগিচাগাও এলাকার কাউসার জামান কায়েস, তালপুকুরপাড়ের সুজন দত্ত, কালিয়াজুড়ির মুরাদ মিয়া, কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর ইকরামুল হক, রেইসকোর্সের আবদুল কাইয়ূম, কাউন্সিলর আবুল হাসান, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল হক সিহানু, নগরীর মধ্যম আশ্রাফপুরের নাজমুল ইসলামশাওন, ছাত্রলীগ নেতা সালেহ আহম্মেদ রাসেল, নগরীর অশোকতলা এলাকার শাহআলম খান, শাসনগাছার আবু হেনা, সাক্কু, ধর্মপুরের শহীদুল ইসলাম চপল, ফখরুল ইসলাম রুবেল, কাউন্সিলর গাজী গোলাম সারওয়ার শিপন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরের দুলাল হোসেন অপু, নেউরা এলাকার জাকির হোসেন, পাথুরিয়াপাড়ার প্রিতুল, শাকতলা মীর পুকুর পাড়ের রবিন, কালা মোস্তফা, অশোকতলা এলাকার সাইফুল ইসলাম খোকন, শ্রীভল্লভপুরের মো. মেহেদী, পাঁচথুবির চেয়ারম্যান হাসান রাফি রাজু, শিমপুরের মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, শিমপুরের নিতান্ত, শ্রীভল্লবপুরের আবদুল মালেক ভ‚ঞা, মো. খাইরুল হাসান, মো. হানিফ দুলাল, ঢুলিপাড়ার রাশেদুজ্জামান রাশেদ, শাসনগাছার জালাল, দক্ষিণ বিজয়পুরের মো. জাফর আহাম্মদ শিপন, মোস্তফাপুর মুন্সীবাড়ির মো. হাসান, মনোহরপুরের মোখলেছুর রহমান, বাগিচাগাও এলাকার শফিকুর রহমানের ছেলে বাপ্পি, দৌলতপুরের ছায়া বিতানের জালাল ওরফে পিচ্চি জালাল, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, দক্ষিন চর্থার কাউসার আহমেদ খন্দকার, আকাশ, মুন্সেফবাড়ির ফরহাদ উল্লাহ, লক্ষীনগরের কবির হোসেন, দিশাবন্দের গোলাম মোস্তফা, দুলাল মিয়া, জিয়াউর রহমান, লক্ষীনগরের জালাল, সুজানগর চৌমুহনীর জালাল ও হানিফ। এছাড়াও আরও অজ্ঞাতনামা ৪শ’ জনকে আসামি করা হয়।

নিহত মাছুমের বাবা শাহীন মিয়া জানান, আমার ছেলে নিরপরাধ, তাকে কেন এভাবে হত্যা করা হলো। ছেলে হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, তার ছেলের বাম পায়ে দুটি গুলি ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!