AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউপি সংস্করণে সচেতন ছাত্রসমাজ রাণীশিমুল শাখার ১১ দফা দাবী


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৪:৪৭ পিএম, ২০ আগস্ট, ২০২৪
ইউপি সংস্করণে সচেতন ছাত্রসমাজ রাণীশিমুল শাখার ১১ দফা দাবী

গেল ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সমগ্র দেশব্যাপি সংস্করণের কাজ করছে ছাত্রসমাজ। রাণীশিমুল ইউনিয়নে চলমান সর্বস্তরের অন্যায়, বৈষম্য দূরীকরণে সচেতন ছাত্রসমাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে ১১ দফা দাবী উত্থাপন করেন।

গত রোববার( ১১ ই আগস্ট) রাণীশিমুল ইউনিয়ন পরিষদ সদস্যদের উপস্থিতিতে ১১ দফা দাবী উত্থাপন করা হয়। দাবী উত্থাপনকালে সচেতন ছাত্রসমাজের পক্ষ হতে উপস্থিত ছিলেন আবু সামা কবির (সোহেল), মো. উসমান (ঢাবি) ,মো. আরমান(জবি) , সম্রাট আতিক আল হাসান ( চবি) মো. মামুন (চবি) ,আবদুল খালেক( বশেমুরকৃবি),জুবাইর হাসান শান্ত (জবি)।

ছাত্রসমাজের পক্ষ হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হুসেন বলেন, সমগ্র বাংলাদেশ অন্যায়, জুলুম, বৈষম্য দূরীকরণে ছাত্রসমাজ তাদের প্রাণ বিসর্জনে স্বাধীনতা রক্ষা করেছে। সমতার বাংলাদেশ গড়াই এখন আমাদের প্রধান উদ্দেশ্য। দেশের কোন স্তরেই আমরা অন্যায়, জুলুম, নির্যাতন বৈষম্যকে প্রশ্রয় দেবনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মামুন বলেন, রাণীশিমুল ইউনিয়নের প্রতিটি পর্যায় দূর্নীতিতে জর্জরিত। মানুষের অধিকার বাস্তাবায়নে এই অসমতা নিধন করা জরুরি।

ইউপি চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ বলেন,ছাত্রদের প্রতিটি যুক্তিক দাবীর পক্ষে আমাদের সমর্থন আছে, তারা আমাদের তাদের দাবীগুলো লিখিত আকারে জমা দিয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়াই দাবীগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

উল্লেখিত দাবীগুলো :

১। সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও মাদককে নিষিদ্ধ করা হলো।

২। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ, সংখ্যালঘুদের উপর আক্রমন কিংবা হুমকি বন্ধ করতে

হবে।

৩। প্রত্যেক দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রকাশ ও তা প্রতিনিয়ত হালনাগাদ করতে হবে।

৪। ভেজাল ও মেয়াদউত্তীণ পণ্য কেউ বিক্রি করতে পারবে না।

৫। সমগ্র ইউনিয়নের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

৬। ইজারাদার, সরকার কর্তৃক নির্ধারিত ফি আদায় করবে এবং জমা খরচের সরকারি তালিকা প্রকাশ করতে হবে।

৭। অনতিবিলম্বে, ৪২ কেজির ধানের নিয়ম বাতিল করতে হবে।

৮।১,২ টাকার মুদ্রার প্রচলন পুনর্বহাল করতে হবে।

৯। সিএনজি, অটোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে।

১০। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে।

১১। অত্র ইউনিয়নে সকল প্রকার দুর্নীতি অনিয়ম সম্পর্কিত অভিযোগ ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট অভিযোগ বক্সে লিখিত আকারে জমা দিবেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!