AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় প্রাইভেট কারে চুরি করতে এসে ধরা খেল চোর


কেন্দুয়ায় প্রাইভেট কারে চুরি করতে এসে ধরা খেল চোর

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে  এক চোর প্রাইভেট কারে চুরি করতে এসে ধরা খেয়েছে। 

সোমবার (১৯ আগষ্ট)  শেষ রাতের দিকে উপজেলার দলপা ইউনিয়নের রামপুর বাজারের নুরে আলমের  কাপড়ের দোকানে চুরি সংঘটিত হয়।খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে চোর প্রাইভেট কার যোগে কাপড় নিয়ে পালাতে গিয়ে কেন্দুয়া-  নান্দাইল রোডের খানকা শরীফের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।পরে চোর  প্রাইভেট কার রেখে পালানোর সময় ঐ এলাকার লোকজন প্রাইভেট কার  ও কাপড়  সহ চোরকে আটক করেন।ধৃত চোরের নাম গোলাম মোহাম্মদ সুমন ভূইয়া ( ৪৫),তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নগোয়া গ্রামে।তার পিতার নাম  গোলাম মোহাম্মদ কিন্তু ভূইয়ার ছেলে  বলে জানা যায়।

রামপুর বাজারের কাপড়ের দোকানের মালিক নুরে আলম জানান, সোমবার শেষ রাতের দিকে আমার কাপড়ের দোকান থেকে তালা ভেঙ্গে আনুমানিক ৪-৫ লক্ষ টাকার কাপড় চোরে চুরি করে নিয়ে যায়।চোর প্রাইভেট কার ও কাপড় সহ ধরা খেয়ে এখন থানায় আছে।

 অপরদিকে একই দিন  দিবাগত রাত আনুমানিক ২ টা -৪টার মধ্যে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামের অটো রাইছ মিল থেকে দুই অটোরিকশা চুরি হয়।

অটো রাইছ মিলের মালিক আলমগীর জানান এই অটো রাইছ মিলটি আমি এলাকার আমির উদ্দিনের কাছ থেকে কিছু দিন আগে ভাড়া নেই।ভাড়া নেওয়ার পর থেকে চাল, গম ভাঙ্গানোর পাশাপাশি প্রতি রাতে অটোরিকশা চার্জ দেয়া হত। গতকাল রাতে তিনটি অটোরিকশা চার্জের জন্য দিয়ে যায়।এর মধ্যে আজ সকালে দোকানে এসে দেখি দুটি অটোরিকশা সহ এলইডি টিভি ও ৪/৫ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক  মূল্য  ৪ লাখ টাকা।অটোরিকশা দুটির মালিক হলেন কালিয়ান গ্রামের রঞ্জু মিয়া ও গাবর কালিয়ান গ্রামের উজ্জল মিয়া।

কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক শফিউল আলম  বলেন অটোরিকশা চুরির ঘটনায় এখন পর্যন্ত  কোন অভিযোগ পাই নাই। আর প্রাইভেট কার যোগে চুরি করে পালানোর সময় এলাকাবাসী  প্রাইভেট কার  ও কাপড় সহ এক চোরকে ধরে থানায় নিয়ে আসে।আটককৃত কাপড়ের মূল্য ৪ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!