ছাত্র সমাজের রঙ তুলির আঁচড়ে বদলে গিয়েছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সদরের রাস্তাঘাটের বিভিন্ন দেয়ালের চিত্র। আন্দোলন অধিকার তুলে ধরার পাশাপাশি সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক তুলির রঙে তুলে ধরছে ছাত্র সমাজ। শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে প্রতিদিনই রঙ-তুলি নিয়ে নেমে পড়ছে শিক্ষার্থীরা।
বুধবার (২১আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে নিয়ামতপুর সদরের তিনমাথা,কলেজ রোড, উপজেলা মোড়, থানা মোড়, চৌরাস্তা মোড় সহ বিভিন্ন সড়কের দেয়ালে রংতুলি দিয়ে হরেক রকম গ্রাফিতি ও শ্লোগান লিখছেন। দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ও দেয়াল পরিস্কার করছে, কেউবা দেয়াল রঙ্গ করে জনসচেতনতা বাড়াতে নানা শ্লোগান লিখছেন। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ। যেভাবে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে তা সত্যিই অনবদ্য। তাদের এই দেয়াল চিত্রের মাধ্যমে দেশকে এবং দেশের সম্ভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা সত্যিই প্রশংসনীয়।
তেজগাঁও কলেজের ভলান্টিয়ার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়ামতপুর উপজেলার প্রধান সমন্বয়ক নিশাত আহমেদ বলেন, আমরা আবার দ্বিতীয় নতুন স্বাধীন দেশ পেলাম। এতদিন রাস্তার দু পাশে দেয়ালে শুধুই রাজনৈতিক ও বিভিন্ন পোস্টার ও ব্যানারে ছেয়ে ছিল। আমরা তা অপসারণ করে দেয়ালে দেয়ালে চিত্র অংকন করছি। আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে রং কিনে দেশ ও জাতির উদ্যোগে কাছ করতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বাকি বিল্লাহ রিপন, ফজলে রাব্বি, অমিত হাসান, সানজিদা মিজান, রায়হান কবির, রিপন আহমেদ, তুষার শামস বলেন, আমরা সকলের সহযোগিতায় শোষনমুক্ত, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও স্বাধীনভাবে কথা বলার মতো সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য শিক্ষার্থীরা স্বেচ্ছায় মাঠে নেমেছে। আর দেশের জন্য কাজ করতে পেরে নিজেদের গর্বিত বলেও মনে করছি। শহরের গুরুত্বপূর্ণ যেসব দেয়ালগুলো এতোদিন বিভিন্ন পোষ্টারে নোংরা হয়েছিলো তা আমরা কয়েক দিন ধরে পরিষ্কার করে নতুন রুপ দিচ্ছি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :