AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙ্গুনিয়ায় মাইকিং


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:৫০ এএম, ২৫ আগস্ট, ২০২৪
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙ্গুনিয়ায় মাইকিং

কাপ্তাই হ্রদের পানি ছাড়ার খবরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা থেকে লোকজন সরে যেতে মাইকিং করেছে উপজেলা প্রশাসনের ।  

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় মাইকিং।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়ার আগে পূর্বপ্রস্তুতি হিসেবে নদী–তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সরে যেতে মাইকিং করা হয়েছে। এ ছাড়া স্থানীয় স্কুলগুলোকে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

এদিকে শনিবার কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জারিবৃত জরুরি বার্তায়, রাত দশটায় কাপ্তাইর হ্রদের বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি পর্যন্ত খুলে দেওয়ার কথা জানায়। এ দিন বেলা তিনটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল। যা বিপৎসীমার কাছাকাছি।  

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!