AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় জন্মাষ্টমীর খরচ কমিয়ে বন্যার্তদের সহযোগিতা


ভাঙ্গুড়ায় জন্মাষ্টমীর খরচ কমিয়ে বন্যার্তদের সহযোগিতা

জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখা।

বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের কাছে সনাতন ধর্মাবলম্বীর নেতারা ১৮ হাজার টাকা তুলে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল জানান, অন্য বছরে শোভাযাত্রায় যে বর্ণাঢ্য আয়োজন করা হয়, বন্যার কারণে এবার তা করা হয়নি। শোভাযাত্রা বাতিল করে বাঁচানো অর্থ বন্যার্তদের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে। আমরা দেশের সব মানুষসহ বন্যা কবলিতদের মঙ্গল কামনা করছি।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক (অব.) ভবেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মলয় কুমার দেব, নির্মল কুমার রায়, সুস্থির চন্দ্র সরকার, পরিমল কুমার সরকার, উত্তম কুমার রায়, সমরজিৎ গুণ, রনজিৎ কুমার হালদার, প্রলয় কুমার বিশ্বাস, সাধন চন্দ্র পাল, প্রদীপ কুমার গোস্বামী, নকুল কুমার দত্ত, সঞ্জয় কুমার কুন্ডু, সুভাষ চন্দ্র সূত্রধর, তরুণ কুমার গুণ, কার্তিক চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!