গাজীপুরে কালিয়াকৈরে ২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে এই বিক্ষোভ করেন তারা।
জানা যায়, ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়ে কারখানার গেইটে অবস্থান নিয়েছে। এ নিয়ে শ্রমিকদের প্রতিনিধিরা কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :