AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে এক পদে চাকুরি দু’জন


Ekushey Sangbad
জনি পারভেজ, গুরুদাসপুর, নাটোর
০৪:৫৪ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৪
গুরুদাসপুরে এক পদে চাকুরি দু’জন

নাটোর গুরুদাসপুর পৌরসদর চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল  অ্যান্ড কলজ সহকারি গ্রাগারিক একপদ পদ চাকুরি করছন দুইজন। জটিলতা তৈরি হওয়ায় অস্তিত্ব সংকট পড়ছন ২০০৫ সাল নিয়োগ পাওয়া আলয়া খাতুন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় আলয়া বেগম সংবাদ সম্মলন করেন ন্যায়বিচার দাবী করছন।

বিদ্যালয় সূত্র জানিয়েছেন ১৯৪১ সাল প্রতিষ্ঠিত চাঁচকড় নাজিম উদ্দিন সালে ২০০৫ সাল কলজ শাখা চালু করা হয়। কলেজ শাখায় ওই বছরর ১৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশর মাধ্যম বিভিন্ন পদে  ৩৬ জন শিক্ষক কর্মচারী নিয়াগ করা হয়। 

এরমধ্য ১৯৯৫ সালর নিয়াগ বিধি অনুযায়ী সহকারি গ্রাগারিক পদনীয় আলয়া খাতুন নামের এক নারীক নিয়াগ দয় তৎকালিন পরিচালনা পর্ষদ। অথচ আলয়া খাতুনর নিয়াগ বহাল রেখে  ১৪ বছর পর একই পদ ২০১৯ সালর ২৫ অক্টাবর তাসলিমা খাতুন নামর আরক নারীক নিয়াগ দেন কর্তপক্ষ। এরপর থেকে এক পদ দুই ব্যক্তিই হাজিরা খাতায় স্বাক্ষর করছন। 

নাম প্রকাশ না করার শর্ত প্রতিষ্ঠানর কয়কজন শিক্ষক বলন, আওয়ামী লীগর শাসনামল সাবক উপজলা চেয়ারম্যান  আনায়ার হোসেন প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব আসেন। সসময় নিয়মনীতির তায়াক্কা না কর তার মামা রোজী মোজাম্মেল মহিলা কলজর প্রভাষক জয়নাল আবেদীনকে নাজিম স্কুল  অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষর চেয়ারে বসান। মূলত সসময় মোটা অংকর উৎকাচর বিনিময় একই পদ তাসলিমা খাতুনক নিয়াগ দিয়ে  শিক্ষকদর মধ্য বিভদ সষ্টি করন।

ভুক্তভাগি আলয়া খাতুন বলন, দীর্ঘ দিনধর তিনি বিনা বতন সহকারি গ্রাগারিক পদ দায়িত্ব পালন করছন। অথচ আওয়ামীলীগর দাপট সাবেক উপজলা চেয়ারম্যান  আনায়ার হোসেন ও সাবক অধ্যক্ষ জয়নাল আবদীন একই পদ অন্য একজনক অবধভাব নিয়াগ দওয়ায় তিনি মানষিকভাব ভঙ্গ পড়ছন। সামাজিকভাব হয় প্রতিপন  হছন। তিনি অবধ নিয়াগটি বাতিলর দাবি জানান।

তব তাসলিমা খাতুনর ব্যবহৃত মুঠাফান একাধিকবার ফোন করা হলও তিনি রিসিভ করননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, সরকারি নিয়াগ বিধি মোতাবেক  স্কুল  অ্যান্ড কলেজ সহকারি গ্রাগারিকর পদ রয়ছ ১টি। ওই পদ দুইজনক নিয়াগ দওয়ার কোনা সুযাগ নাই। এমন ঘটনা ঘটলে  তা দুঃখজনক। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানা হব।

নাজিম উদ্দিন স্কুল  অ্যান্ড কলজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন শুক্তি বলেন, আলয়া বগম ২০০৫ সাল নিয়াগর পর থক নিরলসভাব দায়িত্ব পালন করছন। একই পদ ২০১৯ সাল নিয়াগ পাওয়া তাসলিমা খাতুন ও হাজিরা খাতায় স্বাক্ষর করছন। বিষয়টি নিয়ে তারা বিব্রত।

তৎকালীন অধ্যক্ষ জয়নাল আবদীন বলন, সহকারি গ্রাগারিকর পদ ফাঁকা থাকায় সেখান তাসলিমা নামর এক নারীক নিয়াগ দিয়ছিলন তিনি। একই পদ আগে দেওয়া নিয়াগরে কথা তিনি জানতন না।

পরিচালনা পর্ষদর সাবক সভাপতি আওয়ামীলীগ নেতা আনায়ার হোসেন বলেন, তার নিয়াগপত্র ত্রুটি থাকায় অন্য একজনক নিয়াগ দয়া হয়ছ।

নাজিম উদ্দিন স্কুল  অ্যান্ড কলজ পরিচালনা পর্ষদর সভাপতি উপজলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলন, একই পদ দুই ব্যক্তির চাকুরি করার সুযাগ নেই। নিবীরভাব পর্যবক্ষণ কর সিদ্ধান্ত নেয়া হবে ।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!