বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রাবার বুলেট আহত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মেহেদী হাসান রানা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকালে উপজেলার শাটিয়া গ্রামে মেহেদির বাড়িতে গিয়ে এ সহায়তা করা হয়।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মেহেদী ঢাকায় একটি জুতার কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের ১৪০টি স্পিন্টার ঢুকে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করে তার শরীর থেকে ৩১টি স্পিন্টার বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো এখনো শরীরে রয়ে গেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :