চট্টগ্রামের বোয়ালখাল ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্য মারামারির ঘটনা ঘটেছে।
এতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভ্য পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন।
এ সময় মারামারিতে অন্তত ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, তারা মারধর করে ক্ষান্ত হননি। ছুরি, কিরিচ নিয়ে এসেছিলো। তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা তিনটি গুলি করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
নুরুল আমিন বলেন, বলেন, সভা চলাকালীন সময়ে হঠাৎ করে বিএনপি নেতা মোরশেদ, রোকসার, মোজোসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে নেতাকর্মীদের মারধর করে স্কুল থেকে বের করে দেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও জেলা-উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছি। তবে এসব বিষয় অস্বীকার করে জেলা যুবদলের প্রচার সম্পাদক মো. শহীদুল আলম বলেন, দলে অনুপ্রবেশকারী হাইব্রিড ওয়াহিদ ও নজরুলের নেতৃত্বে একটি গ্রুপ শোডাউন দেয়। এসময় তাদের সাথে কয়েকজন নেতাকর্মীর বাদানুবাদ হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :