বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে প্রকাশ্যে হামলাকারী ও মদদ দাতাসহ খুনি হাসিনার দোষরদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। এরপর রাজীব মোল্লা, রিয়াজ, সৌরভ শিকদার, নাহিদ শেখ, সাইফ ইসলামসহ শিক্ষার্থীদের একটি দল জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের নিকট স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই-২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, শামসুল হক জজ এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর প্রত্যক্ষ নির্দেশে চিহ্নিত সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। তাদের হামলায় আন্দোলনরত ছাত্র-জনতা নির্মমভাবে আহত ও গুলিবিদ্ধ হয়। ওই সকল চিহ্নিতরা এখনো প্রকাশ্যে শহরের বিভিন্ন অলিতে-গলিতে দাপটের সাথে ঘোরাঘুরি করছে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতাকে হুমকি-ধামকি প্রদান করছে। এতে আপামর ছাত্র-জনতার মধ্যে দারুণ ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ বাস্তবতা অনুধাবন পূর্বক অনতিবিলম্বে চিহ্নিত সকল আসামীদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী করছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :