দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। রোববার দিবাগত রাত ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
রাত ১২ টা থেকে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা।
এরপর যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার পালশা ইউনিয়নের চাটশাল সোনারপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ময়নুল মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে আব্দুর রাফে খন্দকার সাহানশা ও ময়নুল মাস্টার বাড়িতে ছিলেন না। তাদের বাড়ি থেকে কোন কিছু জব্দ করা যায়নি।অভিযানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের মেজর এসএম আশিকুজ্জামান আশিক, ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, ওসি তদন্ত দেবব্রত রায় সহ যৌথ বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান সারা দেশে বর্তমান পরস্থিতি নিয়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে না আশা পর্যন্ত এ অভিযান চলবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :