ঝালকাঠির নলছিটিতে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক মেলা ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা জানান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোম, মঙ্গল, বুধবার এতিন দিন ব্যাপী পুষ্টি মেলা ও পুষ্টি ক্যাম্পেইন চলবে।
নলছিটি সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কেম্পেইনে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। মানুষের দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহন ও পুষ্টি মান দরকার সে সম্পর্কে আলোচনা করা হয় সেখানে । কি কি খাদ্যে কি ধরনের পুষ্টিমান রয়েছে এবং প্রতিদিন কতটুক পরিমান খাদ্য গ্রহন করা যাবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কেন্দ্র বরিশাল বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামা বিশেষ অতিথি ছিলেন নলছিটি কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন।
বারটানের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আঃ মজিদের সভাপতিত্বে পুষ্টি মেলা ও কেম্পেইনে অংশগ্রহণ কারিদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :