AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে পাউবোর জায়গা দখল ও গাছ কেটে দালান বাড়ি নির্মাণ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪
তানোরে পাউবোর জায়গা দখল ও গাছ কেটে দালান বাড়ি নির্মাণ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পরিপক্ক দুটি তাল গাছ ও চারটি বাবলা গাছ নিধন, পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃস্টি, বাঁধের জায়গা দখল ও বাঁধ হুমকিতে ফেলে আরসিসি পিলার দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী অভয় কুমার। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

সরেজমিন তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা মিলবে। এদিকে গত বছরের  ৩০ নভেম্বর বৃহস্পতিবার গ্রামবাসি ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), রাজশাহীর নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)  ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউপির মেলান্দী গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও  ইউপি চেয়ারম্যানকে অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী এক কর্মকর্তা জানান, এরা স্থানীয় সাবেক এমপি আয়েন উদ্দিনের  পুকুরে মাছ চাষ ও পুকুর দেখাশোনা করে, সেই সুবাদে এরা সাবেক এমপির ঘনিষ্ঠ হওয়ায় স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। স্থানীয় বাসিন্দা জনৈক শহীদুল, করিম ও নিখিল বলেন, সাঁকোর মুখে অভয় বাড়ি করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা বাড়ি অপসারণের দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে অভয় কুমার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাবলা গাছ কাটার কথা সঠিক নয় তারা দুটি ছোট তালগাছ কেটেছেন যেটা তারা রোপণ করে ছিলেন। তিনি বলেন, (পাউবো) এসও রাজ্জাকের  সঙ্গে যোগাযোগ করে তার মৌখিক নির্দেশে তারা এখানে বাড়ি তৈরী করছেন।  এবিষয়ে জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও  বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আরিফুর রহমান অংকুরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থাপনা করার কোন সুযোগ নেই। আমার নম্বরে মেসেজ করে জায়গা ও নির্মাণ কারীর ঠিকানাদেন, প্রশাসনের লোক পাঠিয়ে যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বাড়ি নির্মাণ হয়ে থাকে তাহলে অপসারণসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!