গোপালগঞ্জ সদরে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আজ দুপুর ১২টার দিকে উপজেলার মেরী গোপীনাথপুর ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সড়ক দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
এখনও তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
লাশের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথায় পুরোনো সেলাইয়ের দাগ দেখা গেছে। লাশটি ময়না তদন্তের জন্যে গোপালগঞ্জ সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :