AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৯:০০ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৪
রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মেরিনা খাতুন। তার বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার স্বামী আব্দুল মজিদ মালোয়েশিয়া প্রবাসী। মেরিনা খাতুন ও তার নবজাতক সন্তানেরা বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে সঙ্গে আছেন মামা নয়ন বাবু। 

তিনি জানান, মেরিনার আরও দুটি মেয়ে আছে। বড় মেয়েটির বয়স ১৪, ছোটটির বয়স ১১। এবার পরীক্ষা নিরীক্ষার পর তিনটি বাচ্চা হবে জানতেন। মঙ্গলবার প্রসব বেদনা উঠলে মেরিনার শারীরিক অবস্থা খরাপ হয়ে যায়। তারা নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে পরীক্ষা নিরিক্ষা করার পরে রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।     আজ বুধবার বেলা ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। এরপর পাঁচটি ছেলে সন্তান হয় তার।

হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান রোকেয়া খাতুন জানান, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একজনের ওজন এক কেজি, দুই জনের এক কেজি ৩০০ গ্রাম করে ও দুজনের এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!