AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়া রানীরহাট বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা


রাঙ্গুনিয়া রানীরহাট বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রানীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকাল ৫টায় রানীরহাট ফাজিল মাদ্রাসা হলে রানীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহব্বায়ক মুহাম্মদ জাহেদুল আলম চৌধুরী‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান, প্রধান বক্তা ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ মিয়া চৌধুরী,  বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল, সমিতির যুগ্ম আহবায়ক ও রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, সমিতির উপদেষ্টা ও ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, রানীরহাট চাউল কল ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন, শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সমিতির যুগ্ম আহবায়ক কে এম আব্দুল্লাহ আল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম,  ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম,  রাজানগর রানীরহাট কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমিতি‍‍`র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবি এম সাইফুদ্দিন, সমিতির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন চৌধুরী, রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, সাইফুদ্দিন চৌধুরী।

সাবেক ছাত্রনেতা কাজী মহিউদ্দিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন সমিতির যুগ্ম আহবায়ক মাওলানা হাফেজ রাশেদুল আলম, মুহাম্মদ আলী কোম্পানি, সাবু চৌধুরী, সদস্য জসিম উদ্দিন লিটন।

সভায় বাজার ব্যবসায়ী সমিতির আহব্বায়ক জাহেদুল আলম চৌধুরী বলেন, রানীহাট বাজারে ৩০টির মতো রাইস মিল, রাজানগর ইসলামপুরে ৮০টির মতো ব্রিকফিল্ড, রানীরহাট বাজারে ১৫টির মধ্যে ব্যাংক বীমা রয়েছে।  এবাজারে দৈনন্দিন প্রায় ১০কোটি টাকার লেনদেন হয়। তাই ব্যবসায়ীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রানীরহাট পুলিশ বিট পুনরায় স্থাপন করা হলে রানীরহাট বাজারে কোটি টাকার নিরাপত্তা আমরা পাব। প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগিতায় রানীরহাট বাজার একটি মডেল বাজার ও নিরাপদ বাজার গড়ে তুলব। 
 

একুশে সংবাদ/এনএস

Link copied!