AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ


পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ‍‍`র ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী  শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত সমাবেশে এসময় ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রশিদী‍‍`র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. হাসান আলী‍‍` র উপস্থাপনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন,নুরুল বশর আজিজী, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। 

এসময় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন, ইসলামী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ আর আই এম অহিদুজ্জামান, পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী আব্দুর রহমান আব্বাসী, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সহকারী সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলনের সুরা সদস্য মো. আনোয়ার হোসেন মঞ্জু,  বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওঃ মো. আবুল হাসান, পটুয়াখালী জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওঃ মো. আনসার উল্লাহ আনসারী, পটুয়াখালী  জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন, সাবেক ছাত্র নেতা এইচ এম আবু তাহের, মো. ইলিয়াস আহম্মদ ও  মো. নজরুল ইসলাম খান,পটুয়াখালী  জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও: মো.আবুল বশার জিহাদী, বরিশাল বিএম কলেজ শাখার ইসলামী ছাত্র আন্দোলনের  সভাপতি মো. সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন জাফর,পটুয়াখালী জেলা ইসলামী  যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হোসেন লিটন, পটুয়াখালী বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আজিজুল হক, সহ- সভাপতি  এইচ এম আলী হাসান, ইসলামী ছাত্র আন্দোলন, মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন, দশমিনা উপজেলা শাখার  সভাপতি ফয়সাল আহম্মদ, ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী সদর উপজেলা শাখার আহবায়ক কাজী আরিফ বিলাহ, ইসলামী ছাত্র আন্দোলন দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নাসিম, ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. নোমান সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী পৌর শাখার সভাপতি মাসুদ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. আবু সালেহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- অনেক আন্দোলন- সংগ্রাম শেষে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে কোন ফ্যাসিস্ট যদি ক্ষমতায়  এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃস্টি করতে চায় তাদেরকে কঠিন ভাবে প্রতিহত করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অন্তবর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। সমাবেশে এদিন  সকাল থেকে পটুয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা,নানা পৌর সভা ও ইউনিয়ন হতে  ইসলামী ছাত্র আন্দোলনের শত শত নেতা- কর্মীরা খন্ড মিছিল নিয়ে এসে উপস্থিত হয়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!