বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের পুলিশ অফিসের বিপরীতে এবলুম চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় এতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এরই অংশ হিসেবে প্রতিমাসের ৫ তারিখে মাসিক সভা মাসিক চাঁদা , নতুন সদস্য অন্তর্ভুক্ত, ছবি প্রদর্শনী প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সংগঠনের সদস্যদের তোলা ছবি নিয়ে খুব শীঘ্রই একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ উপলক্ষে চারজন সদস্যকে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হচ্ছেন অপূর্ব দাস অসীম, কমিটির অন্য সদস্যরা হলেন হলেন বিজয় পোদ্দার, তামিম ইসলাম ,ও আব্দুল মঈন ।
এ সময় উপস্থিত ছিলেন মহসিন মুন্সি, বিজয় পোদ্দার, জিল্লুর রহমান রাসেল, অপূর্ব দাস (অসীম) মানিক দাস, সঞ্জয় রায়, জাকির হোসেন , তামিম ইসলাম, খালেদা ইয়াসমিন লিপি, শারমিন আক্তার রিমা, মোঃ রুবেল, মাহমুদা ইয়াসমিন এনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :