AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়লার ব্যবসা দখলে নিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ


ময়লার ব্যবসা দখলে নিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গাজীপুর সদর উপজেলায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ নিতে জুয়েল রানা(৩৭)নামের এক ময়লার ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে তিন যুবদল নেতার বিরুদ্ধে।এই ঘটনায় যুবদলের তিন নেতাসহ চার জনের নাম উল্লেখ্য করে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

গত বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর)সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুয়েল রানা জানান,সদর উপজেলার পশ্চিমপাড়া,উত্তরপাড়া,দক্ষিণপাড়া এলাকার দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার ও ময়লা নিষ্কাশনের কাজ পরিচালনা করে ময়লার ব্যবসা করে আসছি।কিন্তু গত বৃহস্পতিবার সদর উপজেলায় ঔষধ ক্রয় করে বাড়ি ফেরার পথে জিএম কটন ফ্যাক্টরী সামনে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার(২৫),শাহিন আলম(৩৮),করম আলী (৪২),এবং ওয়াসিম সিকদার(৩৬)।এসময় যুবদল নেতাদের হামলায় আমি গুরুতর আহত হই। এবং ময়লার ব্যবসা থেকে সরে যেতে বলে।আর যদি সরে না যায় তাহলে আমাকে ও আমার লোকজনকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। এঘটনায় আমি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

মারধরের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর সিকদার জানান,আমি কাউকে মারধরও করিনি।আমাকে ছোট করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করেছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল হালিম জানান,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!