AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে পানিবন্দি শতাধিক পরিবার


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০২:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
মাদারীপুরে পানিবন্দি শতাধিক পরিবার

মাদারীপুরে দুদিনের টানা বৃষ্টিতে শহরের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপ ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের ফুড অফিসের মোড়, সুমন হোটেল এলাকা, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাতামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।


আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুই দিন মুষলধারায় বৃষ্টিপাত হয় মাদারীপুর জেলাজুড়ে। গত দুদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পৌরবাসী। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।’

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম খান বলেন, ‘বৃষ্টির পানিতে এখন বন্দি হয়ে পড়েছি। খাওয়া-দাওয়া চলাফেরা সবকিছুতেই সমস্যা। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’

রিকশাচালক মিন্টু মিয়া বলেন, ‘মাদারীপুর পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই পানি জমে গেছে। রিকশা চালাতে গেলেও শান্তি নেই। চারিদিকেই পানি; চারিদিকেই সমস্যা।’

মাকসুদা আক্তার নামে এক গৃহিণী বলেন, ‘আজ তিনদিন ধরে পানিবন্দি। পানি নামানোর কোনো উদ্যোগ দেখছি না। পরিবার নিয়ে খুব দুর্ভোগে আছি। একদিকে সাপ আর পোকামাকড়ের ভয়, অন্যদিকে পানিবাহিত রোগের আশঙ্কা, সবকিছু মিলিয়ে ভোগান্তিতে পরিবারের সবাই।’

মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে। যাতে পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ৪৮ ঘণ্টায় ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে মাদারীপুর শহরেও জলাবদ্ধতা দেখা গেছে। সাগরে নিম্নচাপ কেটে যাওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!