AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটকেন্দ্রে গুলি করে  হত্যা, সাবেক আইনমন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০২:৩৪ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ভোটকেন্দ্রে গুলি করে  হত্যা, সাবেক আইনমন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ ২০২৪ সালের নির্বাচনে পৌরশহরের তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যুবদল নেতা হাদিস মিয়া গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনের নামে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত হাদিস মিয়ার বড় ভাই আখাউড়া পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বাহার মিয়া বাদী হয়ে(১৫ সেপ্টেম্বর)রোববার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদের আদালতে অভিযোগ করেন। অভিযোগে অজ্ঞাতনামা আরো ১০০-২০০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে শুনানির পর অভিযোগটি আমলে নিয়েছেন আদালত। পাশাপাশি মামলাটি নথিভুক্ত করার জন্য আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদী বিএনপি নেতা বাহার মিয়া আদালতে অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন—আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন তাকজিল খলিফা, তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এরশাদ, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কাশেম ভূঁইয়া, তাকজিল খলিফা কাজলের বড় ভাই আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান খলিফা, মো. জাহাঙ্গীর মিয়া, জুয়েল খান, নাহিদ খান ও নাছির মিয়া। এর মধ্যে সাবেক আইনমন্ত্রীকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মো. আবুল কাশেম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। হাদিস মিয়া ভোটকেন্দ্রের প্রায় ৩০০ গজ দূরে অবস্থান করছিলেন। ভোটকেন্দ্রের কাছাকাছি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থানের বিষয়টি মামলার আসামিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফাকে মোবাইল ফোনে জানায়। আনিসুল হক ও তাকজিল খলিফা ওই সময় হাদিসসহ অন্যদের দেখামাত্রই গুলি করার জন্য বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন।

বিজিবির তৎকালীন অধিনায়ক ঘটনাস্থলে পৌঁছে একটি রাইফেল নিয়ে গুলি করেন। বুকের ডান পাশে গুলিবিদ্ধ হলে হাদিস ঘটনাস্থলেই মারা যান। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাদিসকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মামলার আইনজীবী নুরুজ্জামান লস্কর সাংবাদিকদের জানান, আদালত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!